Sunday

চৌদ্দ বছরে চ্যানেল আই

চ্যানেল আই এর চৌদ্দ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন- বাংলা ভাষার প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল হিসেবে চ্যানেল আই দর্শকদের অনুষ্ঠান ভালোবাসা ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে নতুন নতুন অনুষ্ঠান আয়োজন অব্যাহত রাখবে। বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বব্যাপী পৌছে দিতে চ্যানেল আই নাটক, ইভেন্ট ও অনুষ্ঠানমালা আরো ব্যাপক পরিসরে নিয়ে যেতে চায়, সেমত কাজও শুরু হয়েছে। গতকাল শনিবার তেজগাঁওস্থ চ্যানেল আই ভবনের স্টুডিওতে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে আরো উপস্থিত ছিলেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। সংবাদ সম্মেলনে চ্যানেল আই-এর বহুমুখি কর্মতৎপরতার কথা তুলে ধরা হয়। বলা হয়, এটি এখন শুধু টেলিভিশন চ্যানেলের মধ্যেই সীমাবদ্ধ নেই বরং দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক অগ্রযাত্রা, খাদ্য নিরাপত্তা, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, জনসচেতনতা সবক্ষেত্রেই এর কাজের পরিধি ছড়িয়ে পড়েছে। এ কারণে, এ বছর অনুষ্ঠান আয়োজনের েস্লাগান হিসেবে বলা হচ্ছে 'চ্যানেল আই : শুধু টেলিভিশন নয়, বাঙালির চেতনার বাতিঘর'। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৪ বছরে পদার্পণ উপলক্ষে ৪০ শহীদ তাজউদ্দিন আহমেদ সরনী, তেজগাঁও, ঢাকায় চ্যানেল আই-এর নিজস্ব ভবন প্রাঙ্গণ থেকে সকাল নয়টায় বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে শুরু হবে দিনের কর্মসূচি। বেলা ১১ টা ৫ মিনিট থেকে শুরু হবে দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের উপস্থিতিতে সাংস্কৃতিক পরিবেশনা, যেটি চ্যানেল আই-এর পর্দায় সরাসরি সম্প্রচার হবে, সন্ধ্যা ৭টায় রয়েছে মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণসহ দেশের শতাধিক বিশিষ্টজনের উপস্থিতিতে সুবিশাল কেক টাকা। 

No comments:

Post a Comment