Saturday

কৃষকের ঈদ আনন্দ


ঈদুল ফিতরের তৃতীয় দিন বেলা ৩টা ৫ মিনিটে প্রতিবারের মতো এবারও ঈদে জমকালো আকর্ষণ হিসেবে থাকছে দেশের তৃণমূল কৃষকদের অংশগ্রহণে ফার্মার্স গেইম শো ‘কৃষকের ঈদ আনন্দ’। কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচলনা করেছেন শাইখ সিরাজ। কৃষকের ঈদ আনন্দের ভেতর দিয়ে প্রতিবছরই উঠে আসে দেশের একেকটি পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ঐতিহ্য, জীবন-জীবিকা ও সংস্কৃতির গল্প। এবার সেখানে এসেছে দেশের হাওর অঞ্চল। ভাটি অঞ্চলের গান, ধান আর মাছকে ঘিরে বছরের অর্ধেক পানির নিচে আর অর্ধেক ডাঙ্গার যে সংস্কৃতি তা এবার উঠে এসেছে কৃষকের ঈদ আনন্দে। প্রতিবারের মতোই আয়োজন রয়েছে চিত্তাকর্ষক গ্রামীণ খেলাধুলা। হাওরাঞ্চলের নারী পুরুষের জীবনের দুঃকষ্ট ও সংগ্রামের সঙ্গে একটি মালা গেঁথেছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

No comments:

Post a Comment