Thursday

নাবিলা চ্যানেল আই সেরা নাচিয়ে গ্রান্ড ফিনালে

আজ সন্ধ্যায় মিরপুর শহীদ সোহরাওয়াদর্ী ইনডোর ষ্টেডিয়ামে বসতে যাচ্ছে নাচের সেরা রিয়েলিটি শো নাবিলা চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২ গ্রান্ড ফিনালের জমকালো আসর। আজই পাওয়া যাবে দর্শকদের এস এম এস ভোটে ও বিচারকদের রায়ে নাবিলা চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২ বিজয়ীকে। সেরা ১০ জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে এ গ্রান্ড ফিনালে অনুষ্ঠান । সেরা ১০ প্রতিযোগী হলো : শীতল, তুষার, মীম, প্রথমা, তন্বী, সাজিন, রাসেল, হেনা, সাবি ও মন্দিরা।

গ্রান্ড ফিনালের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে বিশেষ চমক ও অভিনবত্ব। থাকবে ফেরদৌস, পুর্ণিমা, নিপুন, মোনালিসা, শুভ, ইমন, মীম, নাদিয়াসহ দেশ সেরা তারকাদের বিভিন্ন চোখ ধাাঁধানো পারফরমেন্স। দেশের স্বনামধন্য নৃত্যশিল্পী রাহিজা খান ঝুনু, জিনাত বরকতউল্লাহ, দঅপা খন্দকার, ডলি ইকবাল, শেলী, পাপড়ি, ফাতেমা ও প্রীতির পরিবেশনায় থাকবে একটি দলীয় পারফরমেন্স।

এই অনুষ্ঠানেই থাকবে কনিয়া-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১২-এর গ্রান্ড উদ্বোধনী ঘোষণা। প্রতিযোগিতাটি উপস্থাপনা করছেন তানিশা। পরিকল্পনা ও পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন।

গ্রান্ড ফিনাল অনুষ্ঠানটি আজ রাত ৭.৫০ মিনিটে চ্যানেল আইতে সরাসরি সমপ্রচার করা হবে।

Tuesday

বাংলা ভাষার প্রথম বাংলা ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই-এর ১৪ বছরে পদার্পণ উপলক্ষে বরাবরের মতো এবারও বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে চ্যানেল আই। অনাবিল আনন্দ উল্লাস আর প্রাণের উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়ে গেল চ্যানেল আই-এর জন্মদিন। জন্মদিনের প্রথম লগ্নে রাত ১২টা ১ মিনিটে চ্যানেল আই-এর পরিচালনা পরিষদের সদস্য এবং পরিবারের সদস্যদের সঙ্গে কেক কেটে জন্মোৎসবের শুভ সূচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাবেক বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মীর মো. নাছির উদ্দিন, প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। চ্যানেল আইতে সরাসরি প্রচারিত এই উৎসবে চ্যানেল আই  ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক আবদুর রশীদ মজুমদার, জহিরুদ্দিন মামুন, মুকিত মজুমদার বাবু ও আবদুল মুক্তাদির শুভেচ্ছা বক্তব্য রেখে চ্যানেল আই-এর পথচলায় সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই পর্বটি সঞ্চালন করেন জিল্লুর রহমান ও অপু মাহফুজ। গতকাল সকাল ৮টায় বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে শুরু হয় মূল উৎসব। সকাল ১১টায় চ্যানেল আই প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী উৎসবের সূচনা করেন বিশিষ্ট রাজনীতিবিদ চিত্রাভিনেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান, কেরামত মাওলা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, শহীদুল ইসলাম খোকন, নারী উদ্যোক্তা কণা রেজা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী নমিতা ঘোষ, সাংবাদিক-শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেনসহ চ্যানেল আই-এর পরিচালনা পর্ষদের সদস্যরা। অপু মাহফুজ, খায়রুল বাশার ও মৌসুমী বড়ুয়ার সঞ্চালনায় উদ্বোধনী স্বাগত বক্তব্য রাখেন- চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। শুভেচ্ছা বক্তব্যের পর শুরু হয় সংগীত ও নৃত্য পরিবেশনা। পারফরমেন্স করেন মো. আবদুল জব্বার, মো. খুরশীদ আলম, ফেরদৌস ওয়াহিদ, মনির খান, বিপ্লব, হৃদয় খান, মেহরীন, ইবরার টিপু, ঝিলিকসহ চ্যানেল আই সেরা কণ্ঠ আর ক্ষুদে গানরাজের শিল্পীরা। এক ফাঁকে নানা-নাতির বিখ্যাত গম্ভীরাও পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে চলতে থাকে শুভেচ্ছা প্রদানের পালা। দলমত নির্বিশেষে প্রায় সব রাজনৈতিক দলের নেতারা এসে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানান, শিল্পী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব এবং বিভিন্ন জাতীয় দৈনিক ও স্যাটেলাইট চ্যানেলের কর্তাব্যক্তিরা। সন্ধ্যা ৭টায় একশ’ ফিট লম্বা কেক কেটে দিনব্যাপী উৎসবের পরিসমাপ্তি টানেন  বিশিষ্ট ব্যক্তিবর্গ। কেক কাটার সঙ্গে সঙ্গে চ্যানেল আই-এর আকাশে দেখা দেয় আতশবাজির বর্ণিল ছটা। সবার মুখে গান, ‘আমার চ্যানেল আই’।

Sunday

চৌদ্দ বছরে চ্যানেল আই

চ্যানেল আই এর চৌদ্দ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন- বাংলা ভাষার প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল হিসেবে চ্যানেল আই দর্শকদের অনুষ্ঠান ভালোবাসা ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে নতুন নতুন অনুষ্ঠান আয়োজন অব্যাহত রাখবে। বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বব্যাপী পৌছে দিতে চ্যানেল আই নাটক, ইভেন্ট ও অনুষ্ঠানমালা আরো ব্যাপক পরিসরে নিয়ে যেতে চায়, সেমত কাজও শুরু হয়েছে। গতকাল শনিবার তেজগাঁওস্থ চ্যানেল আই ভবনের স্টুডিওতে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে আরো উপস্থিত ছিলেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। সংবাদ সম্মেলনে চ্যানেল আই-এর বহুমুখি কর্মতৎপরতার কথা তুলে ধরা হয়। বলা হয়, এটি এখন শুধু টেলিভিশন চ্যানেলের মধ্যেই সীমাবদ্ধ নেই বরং দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক অগ্রযাত্রা, খাদ্য নিরাপত্তা, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, জনসচেতনতা সবক্ষেত্রেই এর কাজের পরিধি ছড়িয়ে পড়েছে। এ কারণে, এ বছর অনুষ্ঠান আয়োজনের েস্লাগান হিসেবে বলা হচ্ছে 'চ্যানেল আই : শুধু টেলিভিশন নয়, বাঙালির চেতনার বাতিঘর'। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৪ বছরে পদার্পণ উপলক্ষে ৪০ শহীদ তাজউদ্দিন আহমেদ সরনী, তেজগাঁও, ঢাকায় চ্যানেল আই-এর নিজস্ব ভবন প্রাঙ্গণ থেকে সকাল নয়টায় বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে শুরু হবে দিনের কর্মসূচি। বেলা ১১ টা ৫ মিনিট থেকে শুরু হবে দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের উপস্থিতিতে সাংস্কৃতিক পরিবেশনা, যেটি চ্যানেল আই-এর পর্দায় সরাসরি সম্প্রচার হবে, সন্ধ্যা ৭টায় রয়েছে মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণসহ দেশের শতাধিক বিশিষ্টজনের উপস্থিতিতে সুবিশাল কেক টাকা। 

Saturday

কৃষকের ঈদ আনন্দ


ঈদুল ফিতরের তৃতীয় দিন বেলা ৩টা ৫ মিনিটে প্রতিবারের মতো এবারও ঈদে জমকালো আকর্ষণ হিসেবে থাকছে দেশের তৃণমূল কৃষকদের অংশগ্রহণে ফার্মার্স গেইম শো ‘কৃষকের ঈদ আনন্দ’। কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচলনা করেছেন শাইখ সিরাজ। কৃষকের ঈদ আনন্দের ভেতর দিয়ে প্রতিবছরই উঠে আসে দেশের একেকটি পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ঐতিহ্য, জীবন-জীবিকা ও সংস্কৃতির গল্প। এবার সেখানে এসেছে দেশের হাওর অঞ্চল। ভাটি অঞ্চলের গান, ধান আর মাছকে ঘিরে বছরের অর্ধেক পানির নিচে আর অর্ধেক ডাঙ্গার যে সংস্কৃতি তা এবার উঠে এসেছে কৃষকের ঈদ আনন্দে। প্রতিবারের মতোই আয়োজন রয়েছে চিত্তাকর্ষক গ্রামীণ খেলাধুলা। হাওরাঞ্চলের নারী পুরুষের জীবনের দুঃকষ্ট ও সংগ্রামের সঙ্গে একটি মালা গেঁথেছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।