Tuesday

বাংলা ভাষার প্রথম বাংলা ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই-এর ১৪ বছরে পদার্পণ উপলক্ষে বরাবরের মতো এবারও বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে চ্যানেল আই। অনাবিল আনন্দ উল্লাস আর প্রাণের উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়ে গেল চ্যানেল আই-এর জন্মদিন। জন্মদিনের প্রথম লগ্নে রাত ১২টা ১ মিনিটে চ্যানেল আই-এর পরিচালনা পরিষদের সদস্য এবং পরিবারের সদস্যদের সঙ্গে কেক কেটে জন্মোৎসবের শুভ সূচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাবেক বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মীর মো. নাছির উদ্দিন, প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। চ্যানেল আইতে সরাসরি প্রচারিত এই উৎসবে চ্যানেল আই  ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক আবদুর রশীদ মজুমদার, জহিরুদ্দিন মামুন, মুকিত মজুমদার বাবু ও আবদুল মুক্তাদির শুভেচ্ছা বক্তব্য রেখে চ্যানেল আই-এর পথচলায় সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই পর্বটি সঞ্চালন করেন জিল্লুর রহমান ও অপু মাহফুজ। গতকাল সকাল ৮টায় বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে শুরু হয় মূল উৎসব। সকাল ১১টায় চ্যানেল আই প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী উৎসবের সূচনা করেন বিশিষ্ট রাজনীতিবিদ চিত্রাভিনেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান, কেরামত মাওলা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, শহীদুল ইসলাম খোকন, নারী উদ্যোক্তা কণা রেজা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী নমিতা ঘোষ, সাংবাদিক-শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেনসহ চ্যানেল আই-এর পরিচালনা পর্ষদের সদস্যরা। অপু মাহফুজ, খায়রুল বাশার ও মৌসুমী বড়ুয়ার সঞ্চালনায় উদ্বোধনী স্বাগত বক্তব্য রাখেন- চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। শুভেচ্ছা বক্তব্যের পর শুরু হয় সংগীত ও নৃত্য পরিবেশনা। পারফরমেন্স করেন মো. আবদুল জব্বার, মো. খুরশীদ আলম, ফেরদৌস ওয়াহিদ, মনির খান, বিপ্লব, হৃদয় খান, মেহরীন, ইবরার টিপু, ঝিলিকসহ চ্যানেল আই সেরা কণ্ঠ আর ক্ষুদে গানরাজের শিল্পীরা। এক ফাঁকে নানা-নাতির বিখ্যাত গম্ভীরাও পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে চলতে থাকে শুভেচ্ছা প্রদানের পালা। দলমত নির্বিশেষে প্রায় সব রাজনৈতিক দলের নেতারা এসে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানান, শিল্পী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব এবং বিভিন্ন জাতীয় দৈনিক ও স্যাটেলাইট চ্যানেলের কর্তাব্যক্তিরা। সন্ধ্যা ৭টায় একশ’ ফিট লম্বা কেক কেটে দিনব্যাপী উৎসবের পরিসমাপ্তি টানেন  বিশিষ্ট ব্যক্তিবর্গ। কেক কাটার সঙ্গে সঙ্গে চ্যানেল আই-এর আকাশে দেখা দেয় আতশবাজির বর্ণিল ছটা। সবার মুখে গান, ‘আমার চ্যানেল আই’।

No comments:

Post a Comment